নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফজলুল করিম বলেছেন, ৫ আগস্টের শহীদের সাথে গাদ্দারী করা হচ্ছে। শহীদের রক্তকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় একটি চিহ্নিত দল। আওয়ামী লীগ ও বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ। তাই তাদের কাছ থেকে দূরে থাকতে হবে।
আজ ১২ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার বিকেলে নওগাঁর এটি এম মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ ফজলুল করিম বলেন, জালেম দুর্নীতিবাজ লুটেরাদের বয়কট করতে হবে। যারা শুধু নিজেদের ক্ষমতার জন্য কথা বলে তারা দেশের ভালো চায় না। ক্ষমতার জন্য তারা সবকিছু করতে পারে।
আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার কথাও বলেন তিনি। নতুন উপদেষ্টাদের নিয়োগ নিয়ে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন ইসলামী আন্দোলনের এ নেতা। নওগাঁ ও আশপাশের এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা এ গণসমাবেশে অংশ নেয়।