মোঃ ইব্রাহিম হোসেনঃ- দেশের মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু জেলার পদ্মা নদী পারাপারে পাটুরিয়া-গোয়ালন্দ অবস্থানের চেয়ে মাওয়া-জাজিরা অবস্থান দিয়ে বেশী সময় লাগবে।
ঢাকা এবং দেশের পূর্বাঞ্চলের সাথে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর ও নড়াইলের একাংশ, গোপালগঞ্জ, যশোর এবং মাদারীপুর জেলার দুরত্ব কমানোর জন্য পাটুরিয়া-গোয়ালন্দ অবস্থানে ২য় পদ্মা সেতু নির্মাণ করা প্রয়োজন।
এই অবস্থায় রাজধানী মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ডের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক এবং দানশীল ব্যক্তি মোঃ মোকলেছুর রহমান খান (লিটন মাস্টার) এবং বাংলাদেশ কৃষক লীগের কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য ও খাস খবর বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন জানিয়েছেন, পাটুরিয়া-গোয়ালন্দ-এ ২য় পদ্মা সেতু ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে নামকরণ করতে হবে।
পাটুরিয়া-গোয়ালন্দ-এ ২য় পদ্মা সেতু নির্মানের ব্যাপারে বিভিন্ন মন্ত্রীর সাথে যোগাযোগ করলে তারা জানান, ঢাকা-ফরিদপুর মহাসড়কে পাটুরিয়া-গোয়ালন্দ অবস্থানে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।
মন্ত্রীরা আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত বছরের ৩০ মে পিপিপি কর্তৃপক্ষের বোর্ড গভর্ণরস-এর ২য় সভায় ‘২য় পদ্মা বহুমুখী সেতুর উদ্যোগে বর্তমানে নির্মাণাধীন সেতুর কার্যক্রম সমাপ্ত হলে এর অভিজ্ঞতা পর্যালোচনার পর গ্রহণ করা যেতে পারে’ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ণিত সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে জানান।