মোঃ ইব্রাহিম হোসেনঃ ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেব লীগের সংগ্রামী সভাপতি লায়ন এম এ লতিফ জানিয়েছেন, যারা পদ-পদবি নিয়ে নিজের আখের গুছাইতে ব্যস্ত তাদের দলে থাকার দরকার নেই।
আজ ৩১ মার্চ ২০২২ রোজ বৃহস্পতিবার খাস খবর বাংলাদেশ পত্রিকার সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, এমন অনেকে আছে ২৬ মার্চ, ১৫ আগষ্ট, ২১ আগষ্ট, ১৭ মার্চ ও ১৬ ডিসেম্বর নিজের ধান্দার জন্য এই দিন গুলোর কথা মনে রাখে না।
এদের বিরুদ্ধে চুড়ান্ত সিন্ধান্ত নিতে এক পাও পিছ পা হবে না। দলের জন্য কাজ করবেন আমি আছি আপনার পাশে। দলের জন্য কোনো কাজ করবেন না, বড়ো বড়ো কথা বলবেন আমরা চুপ করে শুনবে সেই দিন এখন আর নেই।
দলের সিনিয়র নেতাদের সন্মান করবেন আমি আপনাদের প্রাণ খুলে ভালোবাসে। আর যদি অসম্মান করেন তাহলে দল থেকে গলাধাক্কা দিয়ে বাহির করে দেবে। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমি মুজিব আর্দশ বুকে ধারণ করি। আমি শেখ হাসিনা আপার লোক।ভালো হয়ে জান সবাই। সামনে জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে লড়তে হবে সবাইকে।
পদ আছে, শেখ হাসিনা আপা আছে, বলে মানুষ আপনাকে সালাম দেয়। পদ-পদবি আর শেখ হাসিনা আপা না থাকলে,….??