January 25, 2025, 7:29 pm
শিরোনামঃ
রাজধানী মোহাম্মদপুরে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহি নিহত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠন হলে জনগণ হতাশ হবে: তারেক রহমান আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না: মাহফুজ আলম বাউফলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলায় বাউফল প্রেসক্লাব চ্যাম্পিয়ন কালুখালীতে চাঁদা না পেয়ে কলেজের প্রভাষক স্ত্রী, শ্বশুর ও শ্বাশুড়িকে কুপিয়ে যখম, আটক-৩ ছাত্র-জনতা আন্দোলনে জামায়াত নেতারা কি শরীক ছিল ? প্রশ্ন এ্যাড. জহিরুল ইসলাম অপু নির্বাচিত সরকার গঠনে এত গড়িমসি কেন? প্রশ্ন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগকে চাইলেও নতুন দলের উত্থান চায় না বিএনপিঃ হাসনাত আবদুল্লাহ আন্দোলন দমাতে গোয়েন্দা ব্যর্থতা ছিল: ইন্ডিয়ান এক্সপ্রেসকে আসাদুজ্জামান খান কামাল

ঝিনাইদহ সদর উপজেলায় ১৫ টি ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান হলেন যারা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Sunday, December 26, 2021
  • 239 Time View
মোঃ ইব্রাহিম হোসেনঃ  ঝিনাইদহ সদর উপজেলার ১৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
২৬ ডিসেম্বর ২০২১ রোজ রবিবার  সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত কোন বিরতি ছাড়াই চলে এই ভোট গ্রহন।
নির্বাচনে বে সরকারী ফলাফলে নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন ৫ জন চেয়ারম্যান প্রার্থী তারা হলেন, ১৪ নং ঘোড়শাল ইউনিয়নে মাসুদ পারভেজ লিল্টন, ফুরসুন্দি ইউনিয়নে শিকদার শহীদুল ইসলাম, সাগান্না ইউনিয়নে মোজাম্মেল হোসেন, গান্না ইউনিয়নে আতিকুল হাসান মাসুম এবং পোড়াহাটি ইউনিয়নে শহিদুল ইসলাম হিরণ।
বাকী ১০টি ইউনিয়নে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, দোগাছি ইউনিয়নে মোটরসাইকেল প্রার্থী, গোলাম কিবরিয়া কাজল, মধুহাটি ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকে আলতাফ হোসেন, ১৫ নং কালিচরণপুর ইউনিয়নে আনারসের প্রার্থী জাহাঙ্গীর আলম, ৫ নং কুমড়াবাড়ীয়া ইউনিয়নে- মোটরসাইকেল প্রার্থী সিরাজুল ইসলাম, ১নং সাধুহাটি ইউনিয়নে মোটরসাইকেল প্রার্থী কাজী নাজির হোসেন , ১০ নং হরিশংকরপুর ইউনিয়নে- মোটরসাইকেল প্রার্থী খন্দকার ফারুকুজ্জামান ফরিদ, হলিধানী ইউনিয়নে- আনারস প্রতীকের প্রার্থী এনামুল হক নিলু , মহারাজপুর ইউনিয়নে চশমা প্রতীকের প্রার্থী খুরশিদ আলম মিয়া, নলডাঙ্গা ইউনিয়নে মোটরসাইকেল প্রার্থী রিপন হোসেন, এবং পদ্মাকর ইউনিয়নে মোটরসাইকেল প্রার্থী বিকাশ বিশ্বাস।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন ও পুলিশ কঠোর অবস্থানে ছিল। ভোটকেন্দ্রে অনিয়ম রোধে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। গোয়েন্দা দিয়ে জরিপের মাধ্যমে ঝুকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেখানে নেয়া হয় বিশেষ ব্যবস্থা।

ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার মোহা. আ. ছালেক জানান, নির্বাচনে চেয়ারম্যানের ১৫টি পদে ৭২ জন, সাধারণ সদস্যের ১৩৫ পদে ৪৯৫ জন ও সংরক্ষিত মহিলা আসনের ৪৫টি পদের বিপরীতে ১৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৫টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৮টি। স্থায়ী ও অস্থায়ী মিলে মোট ৮১০টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হয়।

১৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৩ হাজার ৫০০। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৭ হাজার ৬৮৮ ও মহিলা ভোটার ১ লক্ষ ২৫ হাজার ৮১২ জন।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102