মোঃ ইব্রাহিম হোসেনঃ বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির ফরিপুর বিভাগ (অঞ্চলের) সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের জরুরি মিটিং অনুষ্ঠিত হয়।
আজ ২১ ডিসেম্বর ২০২১ রোজ মঙ্গলবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যালয়ে, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জনাব নুরে আলম সিদ্দিকী হক এর পরিচালনায়, গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক মিটিংয়ে সভাপতিত্ব করেন, বাংলাদেশ কৃষক লীগের বিপ্লবী সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এ্যাড উম্মে কুলসুম স্মৃতি এমপি।
এসময় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য, সহ-সভাপতি জনাব শরীফ আশরাফ আলী, সহ-সভাপতি মিয়ান এম এ ওয়াদুদ, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-দপ্তর সম্পাদক শওকত হোসেন সানু, কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুল আলম মাও, লিটু, ও মোঃ সিরাজুল ইসলাম।