মোঃ ইব্রাহিম হোসেনঃ ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার মানিকার হাট ইউনিয়নের পেট মানিকা গ্রামের কৃতি সন্তান ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেত্রী নাসরিন বেগম এর পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ মন্তাজ মারা গেছেন।
৬ মে ২০২৩ রোজ শনিবার বিকালে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
নাসরিন বেগম জানান, আমার পিতা দীর্ঘদিন ধরে লিভার রোগের সমস্যা নিয়ে ভুগছিলেন। ৪-৫ দিন আগে ভারতের চেন্নাই এপ্যালো হাসপাতাল থেকে অপারেশান করিয়ে নিয়ে আসছি।
ভদ্র, বিনয়ী এবং সমাজ সেবক হিসেবে এলাকায় তিনি ও তার পরিবারের ব্যাপক সুনাম রয়েছে। মোঃ মন্তাজ এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে এবং ভাই-বোনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফেরাতের জন্য পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন।
৭ মে ২০২৩ রোজ রবিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।