খাস খবর বাংলাদেশঃ ছয়দফার সময় ছাত্রলীগ এর সাথে পুলিশ ছিলনা। উলটো বিপক্ষে পুলিশ,পাকি আর্মি সব ছিল, ছাত্রলীগ খেলেছে।
আগরতলাতে ছাত্রলীগের সাথে পুলিশ ছিলনা,ছাত্রলীগ খেলেছে এবং জিতেছে৷
একাত্তরে ছাত্রলীগের সাথে পুলিশ ছিলনা,
ছাত্রলীগ দুর্দান্ত খেলেছে এবং ক্যারিয়ার সেরা ইনিংস সহ জিতেছে।
এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্রলীগের সাথে পুলিশ ছিলোনা, ছাত্রলীগ খেলেছে ।
৯৬ তে ছাত্রলীগের সাথে পুলিশ ছিলোনা,তিন মাসে সরকার ডাউন করে তারপর মাঠ ছাড়েছে৷
২০০১-০৫ ছাত্রলীগের বিপক্ষে পুলিশ, জেএমবি, তারেক,সরকার সব ছিলো৷
১৮ হাজার ছাত্রলীগার প্রাণ দিয়েছে, কিন্তু ছাত্রলীগ খেলা ছাড়ে নাই,বুঝা গেসে ব্ল্যাডি চ্যাপ?
এক এগারোতে পুলিশ তো সাথে ছিলোই না আর্মির সাথে খেইলা ছাত্রলীগ জিতেছে ।
আর ২০২০ সালে আইসা মামুনুলেরা ছাত্রলীগ রে পুলিশ ছাড়া খেলতে বলে।
আরে পাগলা পুলিশের বিপক্ষে খেলা,আর্মির বিপক্ষে খেলা এই জাতিকে ছাত্রলীগই শিখাইছে ।
মইন ইউ আহমেদ অতিষ্ঠ হইয়া কইছিলো
“ছাত্রলীগ” যতদিন আছে শেখ হাসিনার কিচ্ছু করা যাবেনা।
স্বৈরাচারী সরকার,আইয়ুব খান,এরশাদ,তারেক,খালেদার মত গুন্ডারে ছাত্রলীগ সোজা কইরা আসছে৷
ছাত্রলীগের চাইতে বড় খেলোয়াড় বাংলাদেশ পয়দা হয় নাই মামুনুল,মাইন্ড ইট। ফেসবুক থেকে সংগৃহীত