শেখ হাসিনার একটি চমক পদ্মা সেতুতেই চলাচল শুরু হচ্ছে ট্রেন,
বাংলাদেশে দেশি বিদেশি ষড়যন্ত্র কারীদের এবার নষ্ট হবে ব্রেন।।
তাই মাননীয়প্রধানমন্ত্রী উন্নয়নে অপশক্তির করেননি কোনো কর্ণপাত,
বিশ্ব নেতার এক সেল্ফীতেই দেশি বিদেশি ষড়যন্ত্রকারী কুপোকাৎ।।
ভয় দেখিয়ে লাভ হবেনা নৌকা সারাজীবন উজান ঠেলেই এগিয়ে যাবে,
জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের এভাবেই সারাবিশ্বে বাহবা পাবে।।
মাননীয় প্রধানমন্ত্রী সারাবিশ্বের উজ্জ্বলতম এক অসাধারণ খাটি সোনা,
আজকে কোটি মানুষের স্বপ্নপূরণ করলেন জননেত্রী শেখ হাসিনা।।
জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের স্মৃতির পশরা থাকে যেনো চিরকাল,
বিশ কোটি বাঙালীর ঘুম ভেঙ্গে হয় যেনো উন্নয়নের প্রতিটা সকাল।।
আজকের স্মার্ট বাংলাদেশের পক্ষে হয়েই যাক তরুণ প্রজন্মের রায়,
জননেত্রী শেখ হাসিনা বিশ কোটি বাঙালী আজও উন্নয়নের পক্ষে চায়।।
পশ্চিম পাকিস্তানের নির্লজ্জ্য খুনিরা আজ দেশটাকে করতে চায় চুর্নবিচুর্ণ,
তাইত ঘুরে দারানো বাংলাদেশ সব দেশের সাথেই সুম্পর্ক বন্ধুত্বপূর্ণ।।
জননেত্রী শেখ হাসিনার চৌকস উন্নয়নের ধারা যেনো থাকে অব্যাহত,
তাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে আজও বিশ্বখ্যাত।।