December 21, 2024, 12:28 pm
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক: রুহুল কবির রিজভী উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণের ওপেন চ্যালেঞ্জঃ হাসনাত আবদুল্লাহ ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতদলের মধ্যে তিন ডাকাতের আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছি না: বদিউল আলম মজুমদার নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপিঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা মহান বিজয় দিবস উপলক্ষে “শংকর সামাজিক সংগঠন” কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা গাজীপুরে টঙ্গীর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি

৯ অক্টোবর পর্যন্ত অপেক্ষায় থাকতে জামায়াতের আমিরের অনুরোধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Saturday, October 5, 2024
  • 56 Time View

নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ বলেছেন জামায়াত ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন: একটি গ্রহণযোগ্য, সুষ্ঠ এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। এজন্য কিছু মৌলিক বিষয়ে তাদের সংস্কার করতেই হবে। সেই কী কী মৌলিক বিষয়ে সংস্কার হবে সে বিষয়ে আমরা কথা বলেছি।

শনিবার (৫ অক্টোবর) বিকাল ৫টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে তিনি এ কথা বলেন। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জামায়তের পক্ষ থেকে কী কী সংস্কার প্রস্তাব রাখা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা আশা করছি আগামী ৯ অক্টোবর আপনাদের মাধ্যমে আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করবো ইনশাল্লাহ্। বাঁধা ছাতির দাম লাখ টাকা, খুলে দিলে দাম কমে যায়। ইনশাল্লাহ আমরা জাতির মুখ খুলবো আগামী ৯ অক্টোবর। সে পর্যন্ত অপেক্ষা করার জন্য অগ্রীম ধন্যবাদ।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে জামায়াত ইসলামী বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের কাছে দু’টি রোড চেয়েছে বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দু’টি রোডম্যাপ চেয়েছি। যার একটা সংস্কারের অন্যটি নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। তাদের সঙ্গে আমাদের আরও সংলাপ হবে। অচিরেই তারা এ বিষয়টি প্রকাশ করবেন, আমরাও প্রকাশ করবো। আমরা সংস্কারকেই বেশি গুরুত্ব দিচ্ছি। এটা খুব দেরি হবে না-ইনশাআল্লাহ।

আমরা অতীত নিয়ে ঘাটতে চাই না। আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে সকলের সহযোগিতায় দেশটা সামনের দিকে আগাক সেখানেই অবদান রাখতে চাচ্ছি। এজন্য অতীতে যা হয়েছে, তা আমরা পিছনে ফেলে দিলাম। তবে যারা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত, যারা মানুষ খুন করেছে-গুম করেছে, লুন্ঠন করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, আয়না ঘর তৈরি করেছে, দিবারাত্র মানুষের ওপর ত্রাসের রাজত্ব কায়েম করেছে তাদের ন্যায় বিচার নিশ্চিত হোক এটা আমরা দাবি করি। আমাদের ওপর যেমন জুলুম করেছে, তাদের ওপরেও জুলুম করা হোক সেটা আমরা চাই না। আমরা চাই ন্যায় বিচারের মাধ্যমে যেনো তারা যেনো তাদের প্রাপ্যটা বুঝে পায়।

বিকাল সাড়ে তিনটার একটু আগে জামায়াতের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। জামায়াতে ইসলামীর ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির আমির ডা. শফিকুর রহমান। প্রতিনিধি দলে আরও ছিলেন জামায়াতের নায়েবে আমির আবু তাহের মুহাম্মদ আবদুল্লাহ, এমএম শামসুল ইসলাম, মজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পওয়ার।

এ ছাড়া আজ বিকাল সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ এবং বিকাল চারটায় বাম গণতান্ত্রিক জোট, বিকাল সাড়ে চারটায় হেফাজতে ইসলাম, পাঁচটায় ইসলামী আন্দোলন, বাংলাদেশ, সাড়ে ৫টায় এবি (আমার বাংলাদেশ) পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপে বসার কথা আছে।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102