April 4, 2025, 9:05 pm
শিরোনামঃ
নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ড. ইউনূস ২০১৫ সালের ছবি মোদিকে উপহার দিয়ে মন গলানো চেষ্টা ঝিনাইদহ সদর পাকা গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মমিনুর রহমান মমি ৬৬ বছরের বৃদ্ধ শরিফুল ইসলামকে বিয়ে করলেন কলেজছাত্রী আইরিন আক্তার লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা কালুখালীতে বিনামূল্যে ভিজিএফ” র চাউল পেল ৯,৯৮২টি অসহায় পরিবার মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ও ইফতার বিতরণ মোহাম্মদপুর থানার ৩২ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ও ইফতার বিতরণ

হিজবুল্লাহর ছোড়া ড্রোনের আঘাতে বিদ্যুৎবিচ্ছিন্ন ইসরায়েলি শহর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Monday, November 18, 2024
  • 64 Time View

আন্তর্জাতিক ডেস্ক|| লেবাননের প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহর ছোড়া ড্রোনের আঘাতে উত্তর ইসরায়েলের নাহারিয়া শহরের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। ইরানপন্থী হিজবুল্লাহর ড্রোন হামলার পর নাহারিয়ার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শনিবার (১৬ নভেম্বর) ইসরায়েলের চ্যানেল 12-এর বরাতে এই তথ্য জানিয়েছে প্রেসটিভি। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর একটি ড্রোন নাহারিয়া শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে আছড়ে পড়ে। ড্রোনটি ইসরায়েলি বিমান বাহিনী প্রতিহত করে এবং এটি ভেঙে পড়ার সময় এর কিছু অংশ একটি ভবনে আঘাত করে। এ ছাড়া ইসরায়েলি প্রশাসন জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া ড্রোন ও রকেটের কারণে নাহারিয়া, পশ্চিম গ্যালিলি ও আশেপাশের এলাকায় সাইরেন বেজে উঠেছে। হিব্রু ভাষার গণমাধ্যমে বলা হয়েছে, লেবানন থেকে গ্যালিলি অঞ্চলের দিকে রকেট হামলা চালানো হয়েছে।

আলজাজিরার তথ্য অনুযায়ী, গ্যালিলির দিকে অন্তত ১০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। তারপর বেতজেট, রোশ হানিকরা, লেহমান, গেশের হাযিভ, মিলুয়ট শিল্পাঞ্চল, বেতজেট বিচ এবং সা’আরসহ উত্তরের একাধিক স্থানে সাইরেনের শব্দ শোনা গেছে। এদিকে শনিবার দুপরে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি চিয়ায় শহরের আশপাশে ‘শত্রু বিমানের’ বিমান হামলার সময় উপরে ধোঁয়ার কুণ্ডলী উঠছে এমন ছবি দেখানো হয়েছে।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, বৈরুতে আইডিএফ-এর সর্বশেষ উচ্ছেদ নির্শেদনার পর লেবানিজ মিডিয়ায় ওই এলাকায় ইসরায়েলি বিমান হামলার খবর দেয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে আইডিএফ বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তার আগে আইডিএফ জানায়, তারা কিছুক্ষণ আগে বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহ অবকাঠামোর বিরুদ্ধে আরেকটি বিমান হামলা সম্পন্ন করেছে। হামলার আগে আইডিএফ হিজবুল্লাহর ব্যবহৃত ভবনের আশপাশের বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্শেদনা দেয় বলেও দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102