সাহিদুল এনাম পল্লবঃ ঝিনাইদহে হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নারায়নপুর আড়োয়াকান্দি সড়কের পাশের বিভিন্ন জাতের সরকারি গাছ কেটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের বিরুদ্ধে। জানা গেছে এই গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
শনিবার (২৩ নভেম্বর) সরকারি গাছ কাটা অভিযোগ এই অভিযোগ প্রসঙ্গে রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি বলেন যে ছেলেপেলে পিকনিক করবে বলে এই গাছ কেটে ফেলেছে।
এই গাছ কাটা প্রসঙ্গে হরিনাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাষ্টারের সাথে কথা বললে তিনি বলেন যে ঘটনাটা আমার জানা নেই যদি এমন কোন কিছু করে থাকে তাহলে আপনারা যাই করেন না কেন তাতে আবার কোন আপত্তি নেই।
হরিণাকুন্ডু থানা অফিসারস ইনচার্জ তার কাছে জানতে চাইলে সে বলে যে এ প্রসঙ্গে আমার কিছু জানা নেই তবে আমি আপনার কাছ থেকে জানলাম এবং তার ব্যবস্থা গ্রহণ করব।
উপজেলা নির্বাহী অফিসার এই প্রসঙ্গে বলেন যে তার বিষয়টা জানা নেই তবে আমি এই সরকারি গাছ কাটার জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।