প্রিন্ট এর তারিখঃ মার্চ ১১, ২০২৫, ৫:২১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২১, ২:৩৫ এ.এম
স্কুলে হামলা,পাকিস্তানী তালেবান টিটিপির সাথে অস্ত্র বিরতি চুক্তি: ইমরানকে আদালতে তলব

জনাব রবিউল আলমঃ
নারী শিক্ষা বিদ্রেশী তালেবান হামলায় পাকিস্তানের বিদ্যালয় আক্রমন হয়েছে। প্রধান বিচারপতি গুলজার আহম্মেদ নিজ ক্ষমতায়, প্রধান মন্ত্রী ইমরান খানকে আদালতে তলব করেছেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে, আদালতের কাছে নির্দেশনা চেয়েছেন। তালেবান, জঙ্গি ও মৌলবাদ কোনো দেশের বন্ধু হতে পারে না। পাকিস্তান কি ভেবে তালেবান রক্ষার কবজ ধারন করলো, বুজতে পারছি না।পাকিস্তানী তালেবান টিটিপির সন্ত্রাসি কর্মকাণ্ডের সাথে সরকারের আপোষ কামিতা প্রমান করেছে এই অস্ত্রবিরতি চুক্তি। পৃথিবীর একমাত্র মিত্র, তালেবান প্রিয় পাকিস্তানকে এখনো আন্তর্জাতিক আদালত তলব করে নাই। তালেবান সন্ত্রাসে মালালা সহ পাকিস্তানের হাজার হাজার নারী শিক্ষালয় আক্রমনের শিকার হয়েছে। পাকিস্তানকে আন্তর্জাতিক সন্ত্রাসি রাষ্ট্রের কাছাকাছি নিয়ে গিয়েছে, শুধু স্বীকৃতিটা বাকী। তবু পাকিস্তান-তালেবানের সক্ষতা আমার বোধগম্য নয়। ক্রিকেট পাগল, বিশ্বের সকল মানবিক সম্পর্কে অভিহিত ইমরান খানের মতো একজন উদারপন্থী কীভাবে তালেবানের খপ্পরে বন্দী হলো ? পাকিস্তান তালেবান, আফগানিস্তানের তালেবান একি সুত্রে, মানবতা ও মানব উন্নয়ন বিরোধী। বিশ্ব তাঁদেরকে স্বীকৃতি দিচ্ছে না। বিশ্বকে উপেক্ষা করে পাকিস্তান স্বীকৃতি দিতে পারছেন না। ইমরান কি তালেবান নির্ভর ক্ষমতা ভোগ করছেন ? ১৪০ জন শিক্ষার্তীকে হত্যার পরেও পাকিস্তানের প্রধান মন্ত্রী টিটিপির সাথে অস্ত্রবিরতি চুক্তি প্রমান করে, পাকিস্তানকে সন্ত্রাসি রাষ্ট্র বানানো হচ্ছে। ইমরান খান প্রধান মন্ত্রী নয়, তালেবানের দালালের দায়ীত্ব পালন করছেন।আদালত তাকে ভর্ষনা করার পরেও তিনি পাকিস্তানের প্রধান মন্ত্রী, অবিশ্বাস্যা হলেও সত্য। পাকিস্তান বলেই সম্ভব।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব রবিউল আলম।
Copyright © 2025 খাস খবর বাংলাদেশ. All rights reserved.