খাস খবর বাংলাদেশঃ নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি বাছাইয়ে ৩২২ জনের নামের প্রস্তাব পেয়েছে সার্চ কমিটি।
১৪ ফেব্রুয়ারি ২০২২ রোজ সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য অধিদফতরের ওয়েবসাইটে এসব নাম প্রকাশ করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম স্বাক্ষরিত ‘রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিবর্গের প্রস্তাবিত নামের তালিকা’ প্রকাশ করা হয়।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন গঠনে ১০ ফেব্রুয়ারি মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল ও ব্যক্তি পর্যায় থেকে নাম প্রস্তাবের আহ্বান জানায় সার্চ কমিটি। ওই সময়ের মধ্যে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে ২৪টি দল নাম প্রস্তাব করলেও বিএনপিসহ বাকি ১৫টি দল কোনো নাম প্রস্তাব করেনি।
প্রস্তাবের বাইরে নির্বাচন কমিশন (ইসি) গঠনে অনুসন্ধান কমিটি নিজেরাও যোগ্য ব্যক্তি বাছাই করতে পারবে। সব নামের মধ্য থেকে ১০ জনের নাম বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে অনুসন্ধান কমিটি। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।
‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন’ গত ২৭ জানুয়ারি সংসদে পাস হওয়ার পর সে আইনের আলোকে ৫ ফেব্রুয়ারি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।
আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে কমিটির অন্য পাঁচ সদস্য রয়েছেন হাই কোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
বর্তমান ইসির মেয়াদ আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) শেষ হয়েছে। স্বাধীনতার পর এবারই আইন অনুযায়ী প্রথম ইসি গঠিত হচ্ছে।