নিজস্ব প্রতিবেদকঃ সাভারে চার টুকরো করা সেই নারী মরদেহের পরিচয় জানা গেছে। নিহতের নাম শান্তনা (৩৫) বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই নারীর স্বামী নয়নকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
আজ ১২ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা সংবাদ মাধ্যমকে পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া মহল্লার সেতু নার্সারি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শান্তনা ধামরাই উপজেলা বালিয়া এলাকার মৃত সাবনের মেয়ে। অপর দিকে আটকৃত স্বামী নয়ন মিয়া টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মইশাগড়া গ্রামের বাদল মিয়ার ছেলে। শান্তনা-নয়ন দম্পতি সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া মহল্লায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা সংবাদ মাধ্যমকে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ওই নারীর পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই নারীর স্বামী নয়নকে পুলিশ হেফাজতে রাখা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।