নিজস্ব প্রতিবেদকঃ সড়ক পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, তাদের সরকার ক্ষমতায় যায়নি, দায়িত্ব নিয়েছে। বলেন, আমরা কোনো ভেস্টেড গ্রুপের (নির্দিষ্ট গোষ্ঠী) কাছে দায়বদ্ধ নই; আমরা দায়বদ্ধ গণহত্যায় শহীদদের প্রতি।
শনিবার (২ নভেম্বর) হোটেল সোনারগাঁওয়ে এক সেমিনারে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, সরকার একটা আমানত। হাজার হাজার কোটি টাকা যারা সরকারে থাকে তাদের না, জনগণের। সরকার যে আমানত, সেটি ভুলে গিয়েছিল বিগত সরকার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা আকাশচুম্বী, তবে আমাদের কাছে যাদুর চেরাগ নেই। আমাদের হাতে সময়ও বেশি নেই। রাজনীতিবিদরা উসখুস করছে নির্বাচন নিয়ে।
জ্বালানি উপদেষ্টা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি হয়েছে। ইনডেমনিটি বাতিল করেছে। বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণে বিইআরসিকে ফিরিয়ে দিয়েছি। মেট্রোরেল পরিচালনায় সাবেক সচিবকে নিয়োগের বিধান বাদ দিয়ে অভিজ্ঞদের নিয়োগের বিধান করা হয়েছে।
বিগত সরকারের লুটপাটের উন্নয়নের সমালোচনা করে তিনি বলেন, কর্ণফুলী টানেল কেন করা হলো, কে এই টানেল চেয়েছে? এ ধরনের প্রকল্প করার ক্ষেত্রে পাবলিকের মতামত নেয়া হবে। উন্নয়নকে জনগণের প্রয়োজন বিবেচনা করে নেয়া হবে। বাজে প্রকল্প বাদ দেয়া হবে। নিজের বাড়ি যাবেন, সেজন্য রাস্তা বানালেন, নিজের স্বার্থে এগুলো আর করা যাবে না।
পদ্মা সেতুর রেল প্রকল্প নিয়ে ফাওজুল কবির খান বলেন, পদ্মা সেতুর নিচে যে রেল সংযোগ রয়েছে, বলা হয়েছে, সেখানে প্রতিবছর ১৪’শ কোটি পাওযা যাবে। কিন্তু বছরে মাত্র ৩৭ কোটি টাকা পেয়েছে। বিগত সরকারের আমলে ঠিকাদার ঠিক করে টেন্ডার করা হতো, কোন প্রতিযোগিতা ছিল না। এগুলো ঠিক করা হবে বলেও জানান তিনি।