April 23, 2024, 3:23 pm
শিরোনামঃ
জনমত পারমাণবিক বোমাকে পরাজিত করে,নির্বাচন সত্যকে উপজেলা নির্বাচন থেকে আওয়ামীলীগের নতুন নেতৃত্ব উঠে আসবে গরু ও মাংস আমদানীর বিতর্কে অংশ নিতে চাইছিলাম না। ধর্ম নিরপেক্ষ ভারত কে বাঁচাতে,বিজেপি বিরোধী ঐক্য চাই তাপমাত্রা কমাতে যেসব পরামর্শ দিলেন চিফ হিট অফিসার বুশরা কৃষক লীগ নেতাদের গণভবনের শাকসবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনে ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি নিজেরাই মহাবিপদে আছে: ওবায়দুল কাদের শুধু প্রশাসন দিয়ে মাদক ও কিশোর গাং প্রতিরোধ করা সম্ভব নয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হলে ? গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

শৈলকুপায় পান বরজে চুরি সংঘর্ষে নিহত-১ আহত ১০ জন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Monday, November 14, 2022
  • 245 Time View

এম এ কবীর,ঝিনাইদহঃ

ঝিনাইদহের শৈলকুপায় পানের বরজে চুরির ঘটনায় গ্রামবাসীর দু’পক্ষের সংঘর্ষে সাইদ বিশ্বাস  (৪০) নামের এক কলা ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কেষ্টপুর গ্রামে এই ঘটনা ঘটে। সাইদ বিশ্বাস কেষ্টপুর গ্রামের মৃত জাবেদ বিশ্বাসের ছেলে।
১৩ নম্বর উমেদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, গত বৃহস্পতিবার কেষ্টপুর গ্রামের দেব প্রসাদের পানের বরজে চুরির ঘটনায় এক ব্যক্তিকে জরিমানা করা হয়। এতে করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে সোমবার সকালে কেষ্টপুর গ্রামের তরিকুল নামের এক ব্যক্তি বিএলকে বাজারে গেলে তার উপর হামলা চালায় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কপিল বিশ্বাসের সমর্থকরা।
এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল ১০টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নানের সমর্থক ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কপিল বিশ্বাসের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সাইদ বিশ্বাস, শরিফুল ইসলাম, রেজাউল বিশ্বাস, গোলাম কিবরিয়া, শরিফ, বকুল ইসমাইলসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে সাইদ বিশ্বাসকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান বলে জানান ইউপি সদস্য আব্দুল মান্নান।
ইউপি সদস্য মান্নানের অভিযোগ, সোমবার সকালে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কপিল বিশ্বাসের সমর্থক কেষ্টপুর গ্রামর হানিফ মন্ডল, লক্ষণদিয়া গ্রামের মতিউর রহমান, আমিন উদ্দিন, কেষ্টপুর গ্রামের আফজাল আনোয়ারসহ কয়েকজন মিলে বিএলকে বাজারের তরিকুলের উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনায় আহত তরিকুলকে সাইদসহ কয়েকজন তার বাড়িতে দেখতে গেলে পুনরায় অতর্কিত হামলা চালায় কপিলের সমর্থকরা।

অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য কপিল বিশ্বাস বলেন, মান্নান সমর্থকরা তার সমর্থকদের উপর হামলা চালায়। এরপর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কেষ্টপুর গ্রামে গ্রামবাসীর দু’পক্ষের সংঘর্ষে সাইদ নামের এক ব্যক্তি নিহত হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে এলাকায় অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন
More News Of This Category

Dairy and pen distribution

ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102