মোঃআজমাইন মাহতাবঃ: আন্তর্জাতিক শিশু অধিকার দিবস উপলক্ষে ২০ নভেম্বর চাইল্ড মেসেজ বাংলাদেশের প্রধান হিসেবে একদিনের জন্য কাজ করবে শিশু সাংবাদিক ফাতেমা।
আন্তর্জাতিক এই শিশু গণমাধ্যমের প্রধান নির্বাহী পরিচালক আরিফ রহমান বিষয়টি জানিয়েছেন। জানা গেছে, ফাতেমা রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল কলেজের শিক্ষার্থী। পাশাপাশি ঢাকা চাইল্ড রিপোর্টার হিসেবে কাজ করে চাইল্ড মেসেজে। এই ব্যাপারে চাইল্ড মেসেজ পাবলিক রিলেশন অফিসার লিও রিন্ডা বলেন, ২০ নভেম্বর হেড অব নিউজ, হেড অব প্রোগ্রাম, প্রেজেন্টেশন হেড সহ চাইল্ড মেসেজের সকল দায়িত্ব পালন করবে লন্ডনের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। এই প্রতিবেদককে ফাতেমা বলেন, আমার প্রিয় চাইল্ড মেসেজ একদিন ঠিক ই বাংলাদেশের প্রধান হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ।