December 22, 2024, 8:18 am
শিরোনামঃ
সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়: ১২ দলীয় জোট গুচ্ছ ভর্তি নিয়ে আজ সভায় বসছেন উপাচার্যরা, আলোচনায় দুই এজেন্ডা দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে: হাসনাত আবদুল্লাহ গাইবান্ধায় সাঘাটা উপজেলায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৪০ ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদকের উপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক: রুহুল কবির রিজভী উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণের ওপেন চ্যালেঞ্জঃ হাসনাত আবদুল্লাহ ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতদলের মধ্যে তিন ডাকাতের আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহীতে প্রথম আলোর কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর-অগ্নিসংযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Monday, November 25, 2024
  • 27 Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে থেকে সাইনবোর্ড খুলে নেওয়া হয়েছে। আজ ২৫ নভেম্বর ২০২৪ রোজ সোমবার দুপুরে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার মোড়ে অবস্থিত প্রথম আলো পত্রিকা অফিসের সামনে আন্দোলনকারীরা ‘প্রথম আলো’ লেখা সাইনবোর্ড খুলে নেন। এরপর তা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

সোমবার দুপুরে নগরীর আলুপট্টি মোড়ে ‘আলেম ওলামা ও তাওহীদি জনতা, রাজশাহী’ ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে বোয়ালিয়া থানার মোড়ে প্রথম আলো অফিসের সামনে যায়। এ সময় প্রথম আলোর একটি সাইনবোর্ড ভাঙচুর করে পুড়িয়ে দেয় তারা।

গতকাল রোববার ঢাকায় প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ের সামনে আন্দোলনরতদের ওপর ‘হামলার’ প্রতিবাদে এই বিক্ষাভ করেছেন তারা। প্রথম আলো ও ডেইলি স্টারকে ভারতীয় আধিপত্যবাদ প্রসারের মূলহোতা দাবি করা হয়। রাজধানীতে আন্দোলনরত সাধারণ জনতার ওপর প্রশাসন হামলা করেছে উল্লেখ করে এর প্রতিবাদে তারা রাজশাহীতে মানববন্ধন করেছে বলে জানায় সংগঠনটি। মানববন্ধনে বক্তারা প্রথম আলো ও ডেইলি স্টারকে ‘দেশবিরোধী’ বলে আখ্যা দেন। বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনার দোসর প্রথম আলো ও ডেইলি স্টার বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার অন্যতম সহায়ক ছিল। শাপলা চত্বরের আগ্রাসনে সবচেয়ে বড় স্টেকহোল্ডার ছিল প্রথম আলো ও ডেইলি স্টার। তারা দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর প্রচার ও প্রকাশনা অবিলম্বে বন্ধের দাবি জানান।

বক্তারা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, ৫ আগস্ট ‘দেশ স্বাধীন’ হওয়ার পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেখানে উপদেষ্টা নিয়োগে বৈষম্য করা হচ্ছে। উত্তরবঙ্গ থেকে এখন পর্যন্ত কোনো উপদেষ্টা নিয়োগ করা হয়নি। তারা উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগেরও দাবি জানান।

এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, প্রথম আলো অফিসের সামনে থাকা একটি সাইনবোর্ড আন্দোলনকারীরা খুলে পুড়িয়ে দিয়েছে বলে খবর পেয়েছি। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102