ইমরান খান রাজবাড়ী জেলা প্রতিনিধি।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণ সভা ও অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১২ টার দিকে কালুখালী উপজেলার অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী শহীদ ও আহতদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সকলেই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। এর পরে পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভার বাসস্ট্যান্ডে পুলিশের গুলিতে নিহত কালুখালী উপজেলার রতনদিয়া গ্ৰামের শহীদ কোরবান শেখের পরিবারের পক্ষ থেকে তার কন্যা মিতা আক্তার মিতু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত উপজেলার শিক্ষার্থী রাকিবুল ইসলাম তুহিন, মোঃ রবিউল ইসলাম ও মোঃ জাকির হোসেন জুলাই- আগস্টের ভয়াবহতা সম্পর্কে স্মৃতিচারণ করেন।
কালুখালী উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে স্বরণসভায় কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, রাজবাড়ী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মীর মাহমুদ সুজন, মোঃ ওবায়দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
আহতদের সর্বোচ্চ চিকিৎসা দিতে হবে এবং কালুখালী চাঁদপুরে শহিদ কোরবান শেখের চত্ত্ব তৈরি করতে হবে বলে দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল।
এছাড়াও উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বকর সিদ্দিক, রাজবাড়ী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতিনিধি হাফিজুর রহমান হাফিজ, রাকিবুল হাসানসহ উপজেলার সকলদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা দোয়া মোনাজাত করা হয়।