ইমরান খান রাজবাড়ী জেলা প্রতিনিধি।। রাজবাড়ীর কালুখালী ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মশুর ও খেসারীর বীজ ও সার ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ২৬ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে এই উপকরণ বিতরণ সম্পূর্ণ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আপরোজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার কৃষি সম্প্রসারণ অফিসার নাইমুল রহমান,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম,উপ-সহকারী কৃষি কর্মকতা শেখ মোঃ রমজান আলী, কালুখালী উপজেলার সাত ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।
এ সময় ৭৫০ জন কৃষকের মাঝে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার। ২০০০ জন কৃষকের মাঝে ২০ কেজি করে গমের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার। ৬০ জন কৃষকের মাঝে ২ কেজি করে ভুট্টার বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার। ৮০০ জন কৃষকের মাঝে ১ কেজি পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার। ১৩০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মুসরের বীজ, ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার। ৪০ জন কৃষকের মাঝে ৮ কেজি করে খেসারী বীজ, ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার। ৪০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মুগ এর বীজ, ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার। ৩০ জন কৃষকের মাঝে ১ কেজি করে সূর্যমূখীর বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ৮০ জন কৃষকের মাঝে ১০ কেজি করে চিনাবাদামের বীজ, ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হতেছে।