মোঃ ইব্রাহিম হোসেনঃ দেশজুড়ে রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বেকায়দায় পড়েছে প্রশাসন। এ অবস্থায় জোরদার করেছে যৌথ বাহিনীর অভিযান। এর মধ্যে কিছু ছিনতাইকারী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও মানুষের আতঙ্ক কাটছে না। বিশেষ করে রাজধানী মোহাম্মদপুর চুরি, ডাকাতি ও ছিনতাই নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিরাতেই কোন না কোন এলাকায় এসব অপরাধ কর্মকান্ড ঘটছে। পুলিশ তৎপরতা দেখালেও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকছে। চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে নাগরিক উন্নতি সংগঠনের স্বেচ্ছাসেবীগণ রাত জেগে পাহারা দিচ্ছেন বিভিন্ন মহল্লায়।
শুক্রবার (১৪ মার্চ) সরেজমিন ঘুরে দেখা গেছে নাগরিক উন্নতি সংগঠনের স্বেচ্ছাসেবীগণ রাত জেগে পাহারা দিচ্ছেন রাজধানীতে মোহাম্মদপুর ছিনতাইয়ের বিভিন্ন হটস্পটে।
এব্যাপারে নাগরিক উন্নতি সংগঠনের সভাপতি মোহাম্মদ আহমেদ জানান, সারাদেশের মতো রাজধানী মোহাম্মদপুরেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এ কারণে পরিস্থিতি সামাল দিতে নাগরিক উন্নতি সংগঠনের স্বেচ্ছাসেবীগণ লাঠি হাতে করে বিভিন্ন মহল্লায় রাত জেগে পাহারা দিচ্ছেন। এছাড়াও মোটরসাইকেল নিয়েও আলাদা আলাদা দল করে বিভিন্ন মোড়ে মোড়ে টহল দিচ্ছেন।