মোঃ ইব্রাহিম হোসেনঃ বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজধানী বাড্ডা প্রগতি স্বরনী রোডের ডিআইটি প্রজেক্টের সামনে অবরোধের বিপক্ষে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে আজ ৩১ অক্টোবর ২০২৩ রোজ শনিবার সকাল ৮টায় আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে অবরোধের বিপক্ষে এবং সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে স্লোগান দিতে থাকেন।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও বাড্ডা থানা আওয়ামী লীগের সদ্য সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা নেতা, আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব এস এম সিদ্দিকী মামুন, ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের সভাপতি মোঃ হামিদ আহমেদ সহ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ প্রমুখ।
সরকার পতনের এক দফা দাবি আদায়ে হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছে বিএনপি। রোববার (২৯ অক্টোবর) হরতাল শেষে তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। এদিকে, বিএনপি নির্বাচন বানচালে নাশকতা করতে চায় জানিয়ে আওয়ামী লীগও মাঠে থাকার ঘোষণা দিয়েছে।