নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি জানিয়ে কলেজের পক্ষ থেকে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হওয়ার তথ্যও দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ।
আজ ২৫ নভেম্বর ২০২৪ রোজ সোমবার দুপুর আড়াইটার দিকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও ন্যাশনাল মেডিকেল কলেজের কিছু ছাত্র নামধারী ব্যক্তি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মদদে এই হামলা চালিয়েছে। হামলাকারীরা কলেজের গুরুত্বপূর্ণ নথিপত্র, সম্পদ ও শিক্ষার্থীদের ব্যক্তিগত মালামাল লুট করেছে এবং কলেজ ভবনের ব্যাপক ক্ষতিসাধন করেছে।
কলেজ কর্তৃপক্ষ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হামলার প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং লুটকৃত সম্পদ উদ্ধার করার দাবি জানিয়েছে।