মোহাম্মদ আহমেদঃ
আসসালামু আলাইকুম,আশা করি ভালো আছেন।
একটি গণজাগরণ প্রচারণা করতে চাই মোহাম্মদপুরে চাঁদাবাজ-ছিনতাই, সন্ত্রাসী ও অবৈধ দখল প্রতিরোধের সকলে প্রতিহত করুন। একবার ভেবে দেখুন একজন বাড়িওলা একজন দোকানদার বা সাধারণ রিক্সা চালক বা সাধারণ জনগণ যদি ছিনতাইর সময় এগিয়ে আসে এবং দশ জন মিলে তাদের প্রতিহত করে তাহলে ইনশাল্লাহ আমাদের মোহাম্মদপুর থেকে ছিনতাইটা কমে যাবে।
এরকম প্রচারণা চালিয়ে লাভ কী পুলিশ ধরে তো ছেড়ে দেয় বা কোর্ট এ গেলে জামিন হয়ে যায়? বাংলাদেশের আইনি ব্যবস্থা একটু দুর্বল তা আমরা সকলেই জানি। তাই জন্য ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসে আসামি। তাই বলে থেমে থাকলে তো চলবে না। আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে এবং মোহাম্মদপুরের সকল শ্রেণীর মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আমাদের মোহাম্মদপুর সবথেকে আস্থাশীল ও শান্তিপূর্ণ এলাকায় হিসেবে গণ্য হবে এবং বিগত দিনে আমাদের নামগুলা হয়েছে তা সুনামে পরিবর্তিত হয়ে যাবে।
নাগরিক উন্নতি সংগঠন সাথে যোগদান দেওয়ার জন্য আহ্বান জানাই সকল স্বেচ্ছাসেবক সংগঠনকে ও ছাত্রদের এবং সকল রাজনৈতিক দলকর্মীদের এবং বিশেষভাবে অনুরোধ জানাই মোহাম্মদপুরের আমজনতাদের যাদের অংশগ্রহণে পেতে পারি চাঁদাবাজ-ছিনতাই, সন্ত্রাসী ও অবৈধ দখলদারি, মাদকমুক্ত মোহাম্মদপুর।
দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। আমরাই আমাদের পরিবর্তন। আমরাই আমাদের শক্তি। আশা করি এই পর্যন্ত যেহেতু পড়েছেন। তাহলে আমাদের সাথে যোগ দিবেন। পরবর্তী শুক্রবারে এ বিষয়ে ইনশাল্লাহ একটি মিটিং হবে। লেখকঃ মোহাম্মদ আহমেদ, সভাপতি, নাগরিক উন্নতি সংগঠন।