মোঃ ইব্রাহিম হোসেনঃ রাজধানী মোহাম্মদপুর থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ সারোয়ার হোসেন সাকিফ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কমিউনিটি পুলিশিং কমিটির অফিসার মোঃ হাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক (নিরন্ত) কে প্রধান করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ এবং ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের অনুমোদন দেন।
মোহাম্মদপুরে কমিউনিটি পুলিশিং কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ সারোয়ার হোসেন সাকিফ বলেন, থানার সকল অপরাধের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার ছিলাম আগামীতে দায়িত্ব আরো বেড়ে গেল। থানার কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাত, মাদক ব্যবসায়ী, মাদক সেবক, ইভটিজিং, বাল্য বিবাহ রোধে থানার নবীণ, প্রবীণদের নিয়ে একসাথে প্রতিরোধ গড়ে তুলবো। একটি সুন্দর সমাজ বিনির্মানে একসাথে কাজ করবো।