মোঃ ইব্রাহিম হোসেনঃ রাজধানী মোহাম্মদপুর আরাফাত রহমান কোকো স্মৃতি শট-লং নাইট ক্রিকেট টুর্নামেন্টে-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ মার্চ) মোহাম্মদপুর জাকির হোসেন রোড মাঠে মোহাম্মদপুর ক্রীড়া সংঘের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় আরবান ইস্পটিং ক্লাব দল ১০ ওভারে ৫৪ রানের টার্গেট নিয়ে ৭ ওভার ৩ বলে ৫৫ রান করে প্রতি পক্ষ জে এস রাইডারকে পরাজিত করে।
এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন, ঢাকা মহানগর উওর যুবদলের অন্যতম যুগ্ন-আহ্বয়ক ও মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক সফল সভাপতি জনাব জাহিদ হোসেন মোড়ল।
খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ঢাকা মহানগর উওর যুবদলের অন্যতম যুগ্ন-আহ্বয়ক জাহিদ হোসেন মোড়ল ও সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আগামী সম্মেলনে মোহাম্মদপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মোকসেদুল হাসান মিন্টু।
খেলায় পরিচালনায় ছিলেন, সেন্টু, রাব্বি, আশিক, রাহি, ইস্তিয়াক, ফারুক, জনি, শুভ, জিসান, রবিন ও আরবি।
প্রধান অতিথি জনাব জাহিদ হোসেন মোড়ল তার স্বাগত বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এমন আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।