নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক, ঢাকা উত্তর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা, বিশিষ্ট সাংবাদিক ও লেখক জনাব নুরে আলম সিদ্দিকী হক বলেছেন, আমি নিজের স্বার্থের জন্য রাজনীতি করি না। আমি মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য রাজনীতি করি। কৃষকের মুক্তির জন্য রাজনীতি করি। কিন্তু বিশেষ একটি মহল মানুষের মুক্তি চায় না, কৃষকের মুক্তি চায় না। এজন্য তারা আমার পথকে আটকে রাখতে চায়। তারা ২ বার আমার উপজেলা চেয়ারম্যান পদ ছিনিয়ে নিয়েছে। কালুখালীর উন্নয়নের গতিধারা রুদ্ধ করে দিয়েছে।
আজ ১৭ আগস্ট ২০২১ রোজ মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড়ে উপজেলা কৃষক লীগ আয়োজনে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিশেষ মহলের হাত ধরে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগে হাইব্রীড যুক্ত হয়েছে। এদের হাতে আজ আওয়ামী লীগ ও কৃষক লীগ নির্যাতনের শিকার হচ্ছে। গত ১৫ আগস্ট আমার কর্মীরা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে ফুল দিতে গেলে এসব হাইব্রীড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ তাদেরকে বাধা দেয়। তারা আমার কর্মীদের লাঞ্ছিত করে ফুল দিতে দেয়নি। নূরে আলম সিদ্দীকি হক বলেন, ওরা প্রতারক। ওদের সাথে রাজনৈতিক ময়দানে কোন আপোষ হবে না।
সিরিজ বোমা হামলা দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন মিজানুর রহমান। সভায় জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কার খান, যুগ্ম-আহ্বায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোমিন শেখ, এড. আ: ছাত্তার, মুরাদ হোসেন, বিউটি রানী প্রমুখ বক্তব্য রাখেন।