December 22, 2024, 3:52 am
শিরোনামঃ
সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়: ১২ দলীয় জোট গুচ্ছ ভর্তি নিয়ে আজ সভায় বসছেন উপাচার্যরা, আলোচনায় দুই এজেন্ডা দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে: হাসনাত আবদুল্লাহ গাইবান্ধায় সাঘাটা উপজেলায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৪০ ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদকের উপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক: রুহুল কবির রিজভী উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণের ওপেন চ্যালেঞ্জঃ হাসনাত আবদুল্লাহ ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতদলের মধ্যে তিন ডাকাতের আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র উদ্ধার

মানুষেরা বড়ই অদ্ভুতঃ ডাঃ মোঃ মেহেদিজ জামান (মেহেদী)

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Thursday, November 14, 2024
  • 29 Time View

মোঃ ইব্রাহিম হোসেনঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব ঢাকা মহানগর উত্তর আদাবর থানা বিএনপির সংগ্রামী সফল যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক ডাঃ মোঃ মেহেদিজ জামান (মেহেদী)। বিভিন্ন বিষয়ে পোস্ট করে নিজের অবস্থান জানান দেন তিনি।

আজ ১৪ নভেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, আমরা মানুষেরা বড় অদ্ভুত ! আমরা সবাই জানি জীবন ছোট্ট ভীষণ। পৃথিবীর তরে আমরা ক্ষণিকের অতিথি মাত্র। তবুও দুদিনের খেলাঘর বাঁধতে গিয়ে, রঙিন জীবনের সন্ধ্যান করতে গিয়ে কতো অন্যায় অপকর্ম করি, মনুষ্যত্ববোধ ভুলে বসি। নিজেকে বড় দেখবো বলে অন্যকে ছোট করতে বিন্দুমাত্র দ্বিধা কাজ করেনা মনে। যারা ভালবাসে,পরম যত্নে আগলে রাখে তাদের ভালবাসার প্রতিদানস্বরূপ উপহার দিই তিক্ত কিছু স্মৃতি।

আমরা আত্মসম্মানের নামে ইগো দেখাই। মানুষকে তার যথাযথ সম্মান দিতে ভুলে বসি। কেউ আগ বাড়িয়ে খোঁজ খবর নিলে তাকে সহজলভ্য ভেবে দূরে ঠেলে দিই। আমরা মানুষেরা মানুষের উপকারের কথা নিমিষেই ভুলে যাই। কবে কোনদিন কার দ্বারা কোনো অন্যায়/ভুল হয়েছে সেটা ঠিকই মনে রাখি। প্রয়োজনে সেই সূত্র ধরে তাকে লোক সম্মুখে হাসির পাত্র বানাই।

মৃত্যু কবে কার দুয়ারে এসে হানা দেবে। কখন এসে গভীর আলিঙ্গনে জড়িয়ে নেবে এটা কেউ জানিনা আমরা। তবুও আমরা মানুষেরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য মনুষ্যত্বহীনতার পরিচয় দিই বারংবার। নিজেকে খুব বড় কেউ ভেবে মানুষকে তার যথাযথ সম্মান তো দিই-ই না বরং তার সাথে ভালো ব্যবহার পর্যন্ত আসেনা আমাদের। মন জুড়ে কেবল হিংসা – বিদ্বেষেরা খেলা করে।
বিদায়ের ঘন্টা বাজলে থাকা হবেকি পৃথিবীতে! ছেড়ে যেতে হবেযে আপন চিরচেনা ভুবন। ফেরা হবেনা কোনোদিন প্রিয় মানুষদের নীড়ে। পরে রবে কেবল রেখে যাওয়া কিছু স্মৃতি। তাহলে হোকনা সুন্দর পথচলে সুন্দরভাবে বাঁচা। যেখানে হিংসা বিদ্বেষ নয়, অহংকারী মনোভাব নয়, থাকবে শুধু মানুষকে ভালবেসে আলো ছড়িয়ে যাওয়ার মতো সুন্দর ব্যাপারগুলো।
…………….. # জীবন রাঙ্গাতে মেহেদী #……………….

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102