মোঃ ইব্রাহিম হোসেনঃ ফল খাওয়ার উপকারিতা বলে শেষ করা যাবে না। ছোট শিশু থেকে শুরু করে, কিশোর-তরুণ, প্রাপ্তবয়স্ক এমনকি বৃদ্ধদেরও নিয়মিতভাবে ফল খাওয়া উচিত। প্রতিদিন কিছু পরিমাণে হলেও ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিৎ। ডাক্তারী বিদ্যায় বলা হয়, ফল শুধু স্বাদের জিনিস নয়। ফল খাওয়া দরকার শরীরে মিনারেল আর ভিটামিনের চাহিদা জোগান দিতে।
আজ ৬ এপ্রিল ২০২২ রোজ বুধবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে গিয়ে যায়, মোহাম্মদ মিন্টু ফল ভান্ডার দোকানে মানসম্মত ও স্বাস্থ্যকর বিভিন্ন ধরণের ফল বিক্রি হচ্ছে।
রোজার কারণে ফলের প্রতিও মানুষের আগ্রহ লক্ষ্য করা গেছে। খেজুর, তরমুজ, মালটা, কলা, আপেল, পেয়ারা, পেঁপে, আনারস, আতা, কলাসহ নানা রকম মানসম্মত ও স্বাস্থ্যকর ফল মোহাম্মদ মিন্টু ফল ভান্ডার দোকানে পাইকারি দামে বিক্রি হচ্ছে।
মোহাম্মদপুরের মধ্যে পাওয়া বিভিন্ন ধরণের ফল গুণে-মানে-দামে সন্তুষ্ট ক্রেতারা। এখানে প্রায় সব ধরণের মানসম্মত ও স্বাস্থ্যকর ফল পাওয়া যায়। ফল নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই তাদের।
ক্রেতাদের সেরাটা দেওয়ার চেষ্টার কথা জানিয়েছেন মোহাম্মদ মিন্টু ফল ভান্ডার দোকানে মালিক যুবলীগ নেতা ও টাউন হল বাজার ইউনিট আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ মিন্টু।