মোঃ ইব্রাহিম হোসেনঃ মহাখালীতে আন্দোলনরত ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ সময় আশেপাশের ভবন, যানবাহনে ভাঙচুর করেন বিক্ষুব্ধ রিকশাচালকরা।
আজ ২১ নভেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করতে হাইকোর্টের নির্দেশের প্রতিবাদে সকাল থেকে মহাখালী সড়ক ও রেললাইন আটকে আন্দোলন করছিলেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।
এক পর্যায়ে রেলগেটে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় একজোট হয়ে রেললাইনের পাথর ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এসময় আশেপাশের দোকানপাট, ভবন ও যানবাহনে ভাঙচুর চালায় তারা। এদিন মহাখালী ছাড়াও রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ করেছেন অটোরিকশা চালকরা।
সকাল থেকে মালিবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রিকশাচালকরা। এ ছাড়াও সকাল থেকে মোহাম্মদপুর, আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, পল্লবী, ডেমরা এলাকায় অটোরিকশা চালকরা সড়ক বন্ধ করে দেন। সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছেন।
গত ১৯ নভেম্বর (মঙ্গলবার) ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এর জেরে গতকালও সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় রিকশাচালকরা।