মোঃ ইব্রাহিম হোসেনঃ অমর একুশে ফেব্রুয়ারি, ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড বিএনপি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ২৯ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সফল সভাপতি রাজপথের লড়াকু সৈনিক কর্মীবান্ধব জননেতা মোঃ আমির হোসেন ও বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনের নেতৃত্বে ২৯ নং ওয়ার্ড বিএনপির নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় ২৯ নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ২৯ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সফল সভাপতি মোঃ আমির হোসেন। তিনি বলেন, “ইতিহাসের একটি বিরল অধ্যায় হলো ভাষার জন্য জীবন দেওয়া। প্রায় ১৬ বছর আমরা ফ্যাসিবাদের করাল গ্রাসে মত প্রকাশের স্বাধীনতা হারিয়েছিলাম। শহীদ আবু সাঈদসহ যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ তখনই স্বার্থক হবে, যখন আমরা একটি সুন্দর, উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমরা ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করছি
উল্লেখ্য, মাতৃভাষার জন্য বাঙালি জাতির সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ একুশে ফেব্রুয়ারি একই সঙ্গে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।