মোঃ ইব্রাহিম হোসেনঃ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর ও আদাবর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বুধবার (৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় মোহাম্মদপুর রিং রোডে সূচনা কমিউনিটি সেন্টার প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃষিমার্কেট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোহাম্মদপুর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম লিটন এর সভাপতিত্বে ও আদাবর থানার ছাত্র দলের সভাপতি মোজাম্মেল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ও ২৯ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর লিটন মাহমুদ বাবু।
এসময় উপস্থিত ছিলেন, আদাবর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান শিকদার, মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য বিলাল শিকদার, ৩১ নং ওয়ার্ডের নাইমুর রহমান জাদু, সজীব, মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল, ৩৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক টুটুল ও সদস্য সচিব মোশাররফ হোসেন, আদাবর থানার ৩০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদ হাসান জন, সদস্য সচিব সাহীন মোল্লা, ১০০ নং ওয়ার্ডের আহবায়ক মানিক, ২৯ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক আহামেদ সাব্বির সহ প্রমুখ।
এ সময় ইসকন ও ভারতবিরোধী স্লোগানে গর্জে ওঠে বিক্ষোভকারীরা। বিক্ষোভ মিছিলে তারা স্বৈরাচার হাসিনাসহ আওয়ামী লীগ ও তার সব অঙ্গসংগঠনের বিচার দাবি করেন।
এ ঘটনা ‘পূর্বপরিকল্পিত উল্লেখ করে লিটন মাহমুদ বাবু বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত। বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। বাংলাদেশ দূতাবাসে হামলার মাধ্যমে ভারত প্রমাণ করেছে, তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আমাদের সম্পর্ক ধ্বংস করেছে। আমাদের পতাকা পদদলিত করেছে। এটা বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কখনো মেনে নেবে না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
লিটন মাহমুদ বাবু আরো বলেন, কেউ নিজের হাতে কেউ আইন কোনোভাবেই তুলে নিবেন না। যাতে একটু ভুলের কারণে আমাদের অর্জিত এ গৌরবজনক বিজয় লক্ষ্যচ্যুত না হয়ে যায়! এ ব্যাপারে সচেতনতার সঙ্গে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখবেন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগামীর নির্বাচন সহজ হবে না। নেতাকর্মীদের এমন আচরণ করতে হবে যেন আগামী দিনে জনগণ বিএনপিকে ক্ষমতায় নিয়ে যায়। এছাড়াও বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান লিটন মাহমুদ বাবু।