খাস খবর বাংলাদেশঃ বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
ডিবি জানায়, দেশ থেকে পালানোর সময় বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয় নেয়া হয়েছে। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও এ্যাটকোর নেতা।
বিমানবন্দর থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ১৯ জুলাই মামলাটি দায়ের করা হয় বলে জানা গেছে।