মোঃ ইব্রাহিম হোসেনঃ বেঁচে থাকা’ আর বাঁচিয়ে রাখা’ দুটোর মধ্যে পার্থক্য বোঝো? একটা হলো জীবন উপভোগ করা, আরেকটা হলো জীবন উপভোগ করার আশায় বেঁচে থাকা। উদাহরন দেই,ধরো,তোমার খুব ইচ্ছা কেউ তোমাকে তোমার মত ভালোবাসবে এবং সেই ইচ্ছায় বেঁচে আছো,এর মানে হলো আসলে নিজেকে বাঁচিয়ে রাখছো,আর ধরো,নিজেকে ভালোবেসে চমৎকার সময় কাটাচ্ছো,এর মানে হলো জীবন উপভোগ করছো,মানে বেঁচে আছো।
যারা নিজেকে বাঁচিয়ে রাখে তাদের জীবন কাটে আসলে একদিন বাঁচবো সেই আশায়,এক সময় বার্ধক্য গ্রাস করে,তখন আক্ষেপ লুকিয়ে ভাগ্য দোষারোপ করে স্বস্তি নেবার চেষ্টা করে,কিন্তু জীবন আসলে এমন না,বাঁচিয়ে রাখাটা জীবন না। ওটা জীবনের ঘানি টানা,জীবন হলো একটা ম্যাজিক, এর থেকে অসাধারণ ম্যাজিক আর কিছুই নেই. অর্ধেক গ্লাসটা ভরা কিংবা খালি দেখাটাই হলো ম্যাজিক,যদি মনে হয় গ্লাসের অর্ধেকটা তো ভরা…ওতেই আমার পিপাসা মিটবে,তবে জীবন সুন্দর,আর যদি মনে হয় বাকিটা কেন ভরা না…একদিন হয়ত ভরবে, তবে যে অর্ধেক ভরা তার তৃপ্তিও মিলবে না ।
মাঝেমাঝেই অনেক ঘটনা আমাদের চমকে দেয়, এই যেমন পা হারিয়েও পর্বতজয়ী কোনো মানুষ কিংবা,ধর্ষণের স্বীকার হয়েও ঘুরে দাঁড়ানোর গল্প অথবা সম্পূর্ণ শরীর অকেজো হয়েও মেধায় উত্তীর্ণ হওয়া কোনো মানুষের গল্পগুলো দেখে মনে হয়…আহা! কি অসাধারণ এরা,কিন্তু সত্যিটা হলো, এরা নিজেকে বাঁচিয়ে রাখার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এরা বেঁচে থাকাটা বেঁছে নিয়েছে,তোমাকে কেন ভালোবাসে না এই প্রশ্ন নিজেকে করার আগে ভাবো তো তুমি নিজেকে ভালোবাসো? পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটার হৃদয় বহুবার ভেঙেছে, ঐশ্বরিয়া রায়।
আবার পৃথিবীর সব চেয়ে সুদর্শন ছেলেটা এখনো হৃদয় মিলিয়ে কাউকে পায়নি,তার হৃদয়ও অক্ষত নেই,কিন্তু তারা তো বেঁচে আছে,জীবন উপভোগ করছে,তারা প্রেমে পড়লে বলে দেয়,জানে হৃদয় ভাঙতেই পারে কিন্তু পাবার চান্স নেয় আর মেনেও নেয় যে হৃদয় হয়ত ভাঙবে,এটাই জীবন উপভোগ করা,শুধু ভালোবাসার ক্ষেত্রে না,খুব অল্প সময়ের জীবনে ইচ্ছাগুলো নিজের পূরণ করতে হয়,রিক্স নিতেই হয়,আর ব্যর্থতাও যে স্বাভাবিক,এটা মানতেও হয়।
একটা জীবন,গত কালকেই তো স্কুলে গেছো ব্যাগ নিয়ে,আজকে বয়স কত বেড়েছে,হঠাৎ একদিন দেখবে চুল সব সাদা হয়ে গেছে,আর মাত্র ১০০ বছর পরে আমরা কেউ থাকবো না পৃথিবীতে,অথচ রোজ বেঁচে না থেকে বাঁচিয়ে রাখছো,কি অপচয় এই জীবনের! আক্ষেপ করার চেয়ে রিক্স নিয়েই বাঁচো,আর বেঁচে থাকাটা শিখে ফেলো।
লেখকঃ মনোয়ার হাসান জীবন, যুগ্ম আহ্বায়ক, আদাবর থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর।