প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৯:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২২, ৫:৩৩ পি.এম
বিজ্ঞান ও ধর্ম পরিপূর্ণ বুজি না, মানবিক হৃদয় মন্ডলকে হৃদয় থেকে দুরে রাখতেও পারলাম না
রবিউল আলমঃ
আমার বাড়ী মুন্সিগঞ্জের বিক্রমপুর হওয়াতে মাঝে মাঝে লজ্জিত হতে হয়। আগে ছিলো বিক্রমপুরের মুন্সিগঞ্জ। নাম নিয়ে হিন্দু মুসলিমের টানাটানিতে রাজা বিক্রমাধীসেনের জবনীকা টান্তে চেয়েছিলো। রাজাকারের সংখ্যা অতিরিক্ত, আড়িয়ালখা বিলে এয়ারপোর্টে বিরোধী আন্দোলন ও হৃদয় মণ্ডল নিয়ে ষড়যন্ত্রের বীচ রোপন বিক্রমপুরকে ইতিহাস থেকে মুছতে পারেনি। বৃটিশ,পাকিস্তান বিরোধী আন্দোলনের মহাপুরুষ, কবি, সাহিত্যিক, সংস্কৃতি জগত বিক্ষাতদের নাম উল্লেখ্য করলে হাজার বই লেখা যাবে। ভারত, পাকিস্তান, উপমহাদেশে সহ বিশ্বে উল্লেখ্যযোগ্য অবস্থানে বিক্রমপুর। নতুন ইতিহাসের অংশ হলেন হৃদয় মণ্ডল। বিজ্ঞান ও ধর্ম সম্পর্কে পরিপূর্ণ বুজি না বলেই হৃদয় মণ্ডলকে নিয়ে লেখা হয় নাই। কিন্তু মানবিক হৃদয় মন্ডলকে হৃদয় থেকে দুরে রাখতে পারলাম না। কোমলমতি শিশুদের যদি ক্ষমাই করতে না পারি,তাহলে কিসের শিক্ষক আমি : হৃদয় চন্দ্র মণ্ডল, নাম টাকে তিন ভাগ অথবা তিনশত ভাগ করতেও হৃদয়ের একটা ভাগই সমাজে চক্ষু খুলে দেওয়ার জন্য যথেষ্ট। যারা হৃদয় কে নিয়ে ষড়যন্ত্র করেছেন, কিছুটা লজ্জা হচ্ছে মনে হয়। আমারও হয় এই কলঙ্কিত বিক্রমপুরের মানুষগুলোর জন্য। গর্বিত হৃদয় মণ্ডলদের মত মহা মানবদের জন্য।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব রবিউল আলম।
Copyright © 2024 খাস খবর বাংলাদেশ. All rights reserved.