মোঃ ইব্রাহিম হোসেনঃ আজ ১৬ ডিসেম্বর ২০২৪ রোজ সোমবার সকালে রাজধানী মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউনে, মহান বিজয় দিবস উপলক্ষে চন্দ্রিমা বেলায়েত হুসেন প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন, চন্দ্রিমা বেলায়েত হুসেন প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ বেলায়েত হুসেন।
এসময় অধ্যক্ষ মোঃ বেলায়েত হুসেন বলেন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশুদের সৃজনশীল মানুষ তৈরিতে, কল্পনার জগৎ বিস্তৃত করতে, মনস্তাত্ত্বিক বিকাশে এবং দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহ শিক্ষাকার্যক্রম পরবর্তী জীবনে সহায়তা ভূমিকা পালন করবে।
চন্দ্রিমা বেলায়েত হুসেন প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ বেলায়েত হুসেন আরো বলেন, ১৯৭১ সালের এই দিনে ৯ মাস যুদ্ধের পর সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানী বাহিনীর আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে। ১৯৭২ সালের ২২ জানুয়ারি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দিনটিকে জাতীয় বিজয় দিবস হিসেবে ঘোষণা করা হয়। এ দিনটি আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি গৌরবের।
এসময় উপস্থিত ছিলেন, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।