নিজস্ব প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দলের শত শত নেতাকর্মী নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগটি দায়ের করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমগীরের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তালিকা জমা দেয়া হয়।
বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে বিএনপির ৮৪৮ জনের নামের তালিকা বিএনপি অফিসে এসেছে। এর মধ্যে ৫২৪ জন সরাসরি বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। বাকি ৩২৪ জন বিএনপির সমর্থক ও নেতাকর্মীদের আত্মীয়। এছাড়া এ আন্দোলনে ৫ হাজারের বেশি নেতাকর্মী সমর্থক আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে অভিযোগে।
নেতাকর্মী নিহতের ঘটনায় সারাদেশে দায়ের হওয়া ৮৪টি মামলার নথিপত্রও ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয়া হয়েছে। শেখ হাসিনাসহ নির্বিচারের হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে দলটি। বিএনপি পক্ষ থেকে বলা হয়, এ হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু ও ন্যায় বিচার চায় বিএনপি। শেখ হাসিনার মতো গায়েবি মামলা দিয়ে নয়, বরং যথাযথ দোষীদের শাস্তি চায় বিএনপি। বিএনপি অভিযোগে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী, সাবেক তথ্যমন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী ও পুলিশ কর্মকর্তাসহ পাঁচশ’র বেশি আসামি করা হয়েছে।
চিফ প্রসিকিউটর বরাবর ওই আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই ২০২৪ হতে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে ধ্বংস ও নিশ্চিহ্ন করার লক্ষ্যে বিএনপি নেতাকর্মী, সমর্থক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও অন্যান্যদের নির্বিচারে গুলি করে, নির্যাতন করে ও ধারালো অস্ত্র দ্বারা গণহত্যা করে শহীদ করায়, বিএনপির পক্ষ থেকে অভিযোগগুলো কমপ্লেইন রেজিস্টারভুক্ত করে আসামিদের বিরুদ্ধে তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিভাগ দ্বারা তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে বিচারের ব্যবস্থা গ্রহণ করবেন।