মোঃ ইব্রাহিম হোসেনঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম কে আজ ১৩ মার্চ ২০২৫ রোজ বৃহস্পতিবার ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সফল সভাপতি রাজপথের লড়াকু সৈনিক কর্মীবান্ধব জননেতা এ্যাডভোকেট এম এ মজিদ ও জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ।
অধ্যাপক নার্গিস বেগম বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্ত্রী এবং দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের মা।
অধ্যাপক নার্গিস বেগম এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। তার রাজনীতির সূচনা হয় ছাত্র রাজনীতির মধ্য দিয়ে। তিনি ঢাকা ইউনিভার্সিটির তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত ছিলেন। পরবর্তীতে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের বৃহত্তর যশোর জেলা (যশোর, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ) কমিটির সভাপতিরও দায়িত্ব পালন করেন।
অধ্যাপক নার্গিস বেগম বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশিক্ষণপ্রাপ্ত একজন রাজনীতিক হিসেবে খুলনা বিভাগে দলের সাংগঠনিক অবস্থান সংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচিতেও তার ছিল সক্রিয় অংশগ্রহণ। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাকালীন সময়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমে নার্গিস বেগমকে দায়িত্ব প্রদান করতে চাইলে তিনি সরাসরি কোনো দায়িত্ব গ্রহণ না করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
অধ্যাপক নার্গিস বেগম একজন শিক্ষাবিদ হিসেবেও বেশ পরিচিত। তিনি যশোর সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের প্রধান হিসেবে পেশাগত জীবন শেষ করেন। বর্তমানে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। কিংশুক সংগীত শিক্ষা কেন্দ্রের সভাপতি হিসেবে তিনি জেলার সাংস্কৃতিক অঙ্গণেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।