সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে কলেজ শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর সমাজ কল্যান পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় বাউফল সরকারী কলেজ মিলনায়তনে এর আয়োজন করা হয়।
বাউফল পৌর সমাজ কল্যান পরিষদের আহবায়ক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা সাধারণ সম্পাদক ও কালিশুরী ডিগ্রী কলেজ এর ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক খালিদুর রহমান, বাউফল সরকারী কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক মো. সহিদুল ইসলাম, গনিত বিভাগের প্রভাষক এনামুল হক সায়েম, মেডিকেল অফিসার ডা: মোস্তাফিজুর রহমান, দৈনিক ভোরের পাতা ও মাই টিভি’র বাউফল প্রতিনিধি এম. অহিদুজ্জামান ডিউক, দৈনিক আলোকিত বাংলাদেশ ও আনন্দ টিভি’র পটুয়াখালী জেলা প্রতিনিধি এম. নাজিম উদ্দিন ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার স্টাফ রির্পোটার মো. জাহিদুল ইসলাম প্রমূখ।
এসময় শতাধীক শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় ও প্রধান অতিথি সহ বিশেষ ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।