সাইফুল ইসলা, বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে অসুস্থ-পীড়িত মানুষের উপশমে বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে দুইদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় এ ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্ধোধণ করেন,বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সেক্রেটারি,বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিন ড.শফিকুল ইসলাম মাসুদ।
এসময় উপস্থিত ছিলেন,বাউফল ছালেহিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ¦ মাও: আব্দুল গনি, বাউফল উপজেলার জামায়াতে ইসলামী আমীর মাও: মোঃ রফিকুল ইসলাম,সাবেক সেক্রেটারি মাও: মোঃ ইসাহাক,ডা. জাকিয়া ফারহানা,ডা. মো. সাইদুর রহমান,ডা. আব্দুল ওয়াদুদ সহ প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে চক্ষু,মেডিসিন,গ্যাস্ট্রোলিভার,ডায়াবেটিস রোগীদের মধ্যে তিন শতাধিক মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ও ওষধ দেওয়া হবে।