December 22, 2024, 5:01 am
শিরোনামঃ
সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়: ১২ দলীয় জোট গুচ্ছ ভর্তি নিয়ে আজ সভায় বসছেন উপাচার্যরা, আলোচনায় দুই এজেন্ডা দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে: হাসনাত আবদুল্লাহ গাইবান্ধায় সাঘাটা উপজেলায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৪০ ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদকের উপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক: রুহুল কবির রিজভী উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণের ওপেন চ্যালেঞ্জঃ হাসনাত আবদুল্লাহ ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতদলের মধ্যে তিন ডাকাতের আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র উদ্ধার

বাউফলে জামায়েতে ইসলামীর শান্তি ও সম্প্রীতির বিশাল সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Sunday, September 8, 2024
  • 49 Time View

সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর জামায়েতে ইসলামীর শান্তি ও সম্প্রীতির বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলার আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

প্রধান অতিথি ভাষনে শফিকুল ইসলাম মাসুদ বলেন , আওয়ামী লীগ গত ১৬ বছরে দেশে লুটপাট করেছে। আমরা তা করবো না। আমরা রাজনৈতিক দল ও মতের উর্ধ্বে থেকে ঐক্যমতের ভিত্তিতে বাউফলের উন্নয়ন করবো। আর সেই উন্নয়ন সকল দলের অনুসারীদের মধ্য থেকে সৎ, দক্ষ ও দেশ প্রেমিক মানুষদের সাথে নিয়ে বাস্তবায়ন করবো। তাদের পরামর্শ নিয়ে কাজ করবো।
আজ আয়োজিত বাউফলের স্থানীয় পাবলিক মাঠে বাউফল উপজেলা জামায়েতে ইসলামীর আয়োজিত শান্তি ও সম্প্রীতির এক বিশাল সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন,মানুষের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে বিগত সরকার আমাকে একাধারে ৬৭ দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে। সাড়ে ৪ বছর জেল খেটেছি। সরকারের হুলিয়া মাথায় নিয়ে আপনাদের কাছে ছুটে এসেছি। আমি আপনাদেরকে অসম্ভব রকম ভালোবসি। বাউফল উন্নয়ন ফোরামের মাধ্যমে বাউফলের অসহায় মানুষকে সাধ্য অনুযায়ী সহায়তা করেছি। অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। একটা বিষয় আমি আপনাদের স্পষ্ট করে বলে দিতে চাই ৫ আগস্ট ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাউফলে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি ও নৈরাজ্যের সাথে জড়িত ছিলেন তারা আমাদের আপনজন ছিলেননা। তাদেরকে আমি বিগত সরকারের দোষর বলবো।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলার আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে শান্তি সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন, জামায়েতের পটুয়াখালী জেলার আমির অধ্যাপক মুহাম্মদ শাহ আলম,বক্তব্য রাখেন, জামায়াতের পৌর আমির রাসেল মাহমুদ, জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাওঃ ছোবাহান, কর্ম পরিষদ সদস্য এটিএম নজরুল ইসলাম, কর্মকরিষদ সদস্য অধ্যক্ষ দাইয়ান, কেন্দ্রীয় শিবিরের আইন বিষয়ক সম্পদক মুনতাসির মুজাহিদ, ছাত্র শিবিরের জেলা সভাপতি মাহাদি হাসান, বরিশাল মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি আল নাহিয়ান, বাউফল উপজেলা ছাত্র শিবিরের দক্ষিন শাখার সভাপতি জোবায়ের হোসেন, পূর্ব শাখার সভাপতি মোঃ লিমন হোসেন , সমাজ সেবক আবুল কাসেম। সমাবেশ পরিচালনা করেন,অধ্যাপক খালিদ হোসেন।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102