সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
“সমবায় গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিবাদ্যেকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার ফেরদৌস মোঃ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা সহকারি কমিশনার ভূমি প্রতীক কুমার কুন্ডু। আরো বক্তব্য রাখেন,অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মনিরুজ্জামান, সমবায়ীদের পক্ষ থেকে আঃ করিম। এসময় উপস্থিত ছিলেন, বগা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ন কবির, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি ভারপ্রাপ্ত মোঃ দেলোয়ার হোসেন সহ উপজেলার সমবায় সমতির প্রতিনিধিগন।