বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে ভূমি স্বত্ত¡ ও কৃষি চর্চার কমিউনিটি সংগঠিত জন সমবায় গ্রæপের আয়োজনে এলায়েন্স সভা অনুষ্ঠিত হয়।
৫নবেম্বর (মঙ্গলবার) সকাল ১০ ঘটিকায় স্পিড ট্রাস্ট ফিল্ড অফিস অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেরেবাংলা জন সমবায় দলীয় নেতা শিল্পী রানী।
প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন উপসহকারি কৃষি কর্মকর্তা মো: মারুফ হোসেন রিয়াদ। উপসহকারি কৃষি অফিসার সাইফুল ইসলাম। জন সমবায় দলের মাঠ পর্যায় কার্যক্রম বিষয় অভিজ্ঞতা শেয়ার করেন চন্দ্রদ্বীপ জন সমবায় গ্রæপ নেতা জান্নাত বেগম। উজ্জীবক সাইফুল ইসলাম ও সালমা বেগম। বাংলাদেশের ক্ষুদ্র, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক গ্রামীণ ভূমিহীনদের ভূমিস্বত্ত এবং সরকারী পরিষেবা প্রাপ্তি বিষয়ক প্রকল্পের নিয়মিত কার্যক্রম একটি হচ্ছে এলায়েন্স সভা। এএলআরডি ( মিজেরিয়া) প্রকল্পের সহযোগিতা স্পিড ট্রাস্ট বাস্তবায়নে বাউফলে ১১ টি জন সমবায় গ্রæপ রয়েছে। প্রতি গ্রæপে ২০ জন সদস্য। সাপ্তাহিক বৈঠক মাধ্যমে ভূমিস্বত্ত¡, সরকারি সেবা গ্রহনে আলোচনা, পরিকল্পনা ও যোগাযোগ করে থাকে।