সাইফুল ইসলাম, বাউফলঃ পটুয়াখালীর বাউফলে নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মহসীনের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।এসময় স্থানীয়দের ধাওয়ায় পালিয়ে যায় হামলাকারীরা। সোমবার (২৫নভেম্বর) আনুমানিক রাত ১০ টায় ইউনিয়নের রামনগর গ্রামে এই ঘটনা ঘটেছে। হামলার অভিযোগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেনের ছেলে সাইফুল হোসেন ও বিএনপি নেতা মো. আব্বাসের বিরুদ্ধে। গত ৫ আগস্ট সরকার পতনের পরে একই ব্যক্তিরা ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করে বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, ইউপি চেয়ারম্যান এসএম মহসীন ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি। তবে নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি আজ বিকেলেই এলাকায় প্রবেশ করেন। রাতে অভিযুক্ত সাইফুল ও আব্বাসের নেতৃত্বে ১২-১৫টি মোটরসাইকেল যোগে দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীর বাড়িতে হামলার করা হয়। এসময় বাড়ির লোকজন ডাক-চিৎকার দিলে স্থানীয় জনগণ প্রতিরোধ গড়ে তোলেন। স্থানীয়দের ধাওয়া খেয়ে হামলাকারীরা দ্রæত পালিয়ে যায়। একই ব্যক্তিরা গত ৫ আগস্ট রাতে ভুক্তভোগীর বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করে নগদ টাকা, স্বর্ন ও দুইটি মোটরসাইকেল নিয়ে যায়।
স্থানীয়রা জানান, সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগ সভাপতি ইব্রাহিম ফারুকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা নিজেরা প্রস্তাব দিয়ে এসএম মহসীনকে নির্বাচন করতে বাধ্য করেন এবং তাদের ভোটেই তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়। মহসীন ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করেন তিনি কোনো অপরাধের সাথে জড়িত নন। এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, রাত ১০ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরআগেই হামলাকারীরা পালিয়ে যায়। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।