বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। উন্নয়ন সংস্থা স্পিড ট্রাস্ট আয়োজনে ১০ ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলা চত্বরে দিবসটি পালনে বিশেষ কর্মসূচী গ্রহন করে। কর্মসূচী মধ্যে ছিল র্যালী, সমাবেশ ও স্মারকলিপি প্রদান। এএলআরডি (স্টান্ড ফর হারল্যান্ড ক্যাম্পেইন) প্রকল্পধীন এ কর্মসূচী গ্রহন করে। বাংলাদেশ মানবাধিকার সংস্থা বাউফল উপজেলা সাধারন সম্পাদক প্রভাষক জসীম উদ্দিন সঞ্চলনায় উপস্থিত ছিলেন সমাবেশে বক্তব্য রাখেন, সমবায় কর্মকর্তা ফেরদৌস হানিফ, অধ্যাপক আমিরুল ইসলাম, অধ্যাপক শিখা ব্যানার্জী। জনপ্রতিনিধি মো: আনোয়ার হোসেন খান ও আহসান হাবিব, সাহিদা বেগম উজ্জীবক সাইফুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে খাসজমি বন্দোবস্ত প্রদান চালু এবং নারী কৃষক স্বীকৃতি বিভিন্ন দাবী তুলে উপজেলা নির্বাহী অফিসার নিকট স্মারকলিপি প্রদান করেন। সমাবেশে আগে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালিটি হাসপাতাল রোড, পাবলিক মাঠ এবং থানার চত্বর প্রদক্ষিন শেষে পূনরায় উপজেলা চত্বরে মিলিত হয়।
স্পিড ট্রাস্ট দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সালমা বেগম জানান, স্পিড ট্রাস্ট স্টান্ড ফর হারল্যান্ড ক্যাম্পেইন আওতায় নাজিরপুর ইউনিয়নে কাজ করছে। ৩ টি দল রয়েছে। প্রতি বছর ১০ ডিসেম্বর দিবস পালিত হয় থাকে। তার ধারাবাহিকতা এ বছর দিবসটি পালিত হয়েছে। ব্যাতিক্রম ভাবে সকলে দৃর্ষ্টি আকর্ষন এবং যথাযোগ্য মর্যাদায় ও দলীয় সদস্য মিলনমেলা হিসেবে পালন হয়েছে।