মোঃ ইব্রাহিম হোসেনঃ ভারত বাংলাদেশের সীমান্তে অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। একই সাথে, পাকিস্তান সীমান্তেও এই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে দেশটি। ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছে, সীমান্তের অন্য পাশে থাকা ড্রোনের মাধ্যমে বাড়তে থাকা নিরাপত্তা হুমকি মোকাবিলার জন্য তারা ব্যাপকভাবে অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েন করবে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল ১০ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এবং বাংলাদেশের সীমান্তে অ্যান্টি-ড্রোন ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। সীমান্তের অপর পাশ থেকে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) ব্যবহারের মাধ্যমে ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষাপটে ভারত নিজেদের সীমানা নিরাপদ করতে এই পদক্ষেপ নিয়েছে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেনাদের প্রশিক্ষণ শিবিরে দেয়া এক ভাষণে ড্রোন হুমকি মোকাবিলার জন্য ভারত সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন।
তিনি বলেন, “পাকিস্তান এবং বাংলাদেশের সীমান্তে সংবেদনশীল এলাকাগুলো পর্যবেক্ষণের জন্য সমন্বিত ব্যবস্থাপনা ব্যবস্থা বাস্তবায়ন করবে ভারত। মানববিহীন আকাশযানের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করতে ভারতীয় সীমান্তে বিস্তৃত অ্যান্টি-ড্রোন ইউনিট স্থাপন করা হবে।”