স্টাফ রিপোর্টারঃ অন্তর্বর্তী সরকারের ৩ নতুন উপদেষ্টার শপথ অনুষ্ঠানের মধ্যেই বঙ্গভবনের সামনে বিক্ষোভ করেছেন একদল তরুণ। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আওয়ামী পরিবারের একজন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদেই তাদের এ কর্মসূচি।
রোববার (১১ নভেম্বর) অন্তর্বর্তী সরকারে নতুন ৩ উপদেষ্টা হিসেবে শপথ নেন ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী ও মাহফুজ আলম।
সেখ বশির উদ্দিন আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। মোস্তফা সরয়ার ফারুকী চলচ্চিত্র জগতের পরিচিত মুখ। আর মাহফুজ আলম বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই একদল যুবক মশাল নিয়ে বঙ্গভবনের দিকে আসে। এ সময় বঙ্গভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষুব্ধ যুবকেরা স্লোগান দিতে থাকেন, ‘শেখ হাসিনার উপদেষ্টা মানি না।’ এক পর্যায়ে তারা সড়কের ওপর বসে পরেন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে রাস্তার পাশের ফুটপাতে নিয়ে যান। বিক্ষোভকারীদের কাছে পরিচয় জানতে চাইলে তারা নিজেদের গণঅধিকার পরিষদের সদস্য বলে পরিচয় করিয়ে দেন।
বিক্ষুব্ধদের দাবি, নতুন শপথ নেওয়া সেখ বশির উদ্দিন আওয়ামী লীগ পরিবারের সদস্য। তাকে উপদেষ্টা নিয়োগ করে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হয়েছে। এক পর্যায়ে তারা ফুটপাত ও পাশের রাস্তায় বসে পড়েন। অনেকেই সেখানে শুয়ে পড়তে দেখা যায়। এতে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা হয়নি।
বিক্ষোভের মধ্যে বঙ্গভবন এলাকার নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের ঘিরে রেখেছেন।
এর আগে, গত ২৩ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। এক পর্যায়ে তারা বঙ্গভবনের বেরিকেড ভেঙে ভেতরে প্রবেশ করতে চায়। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘাত হয়। পরে অবশ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রতিশ্রুতির মুখে তারা অবস্থান থেকে সরে যান।