ষ্টাফ রিপোর্টারঃ ফটিকছড়িতে চলমান লকডাউনে এনজিওদের ঋণের কিস্তির টাকা না নিতে উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে স্মারক লিপি দেওয়া হয়েছে।
আজ ৭ আগস্ট ২০২১ রোজ শনিবার বিকেলে সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে এ স্মারক লিপি দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় অর্ধ শতাধিক এনজিও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকারের এক প্রজ্ঞাপনে এনজিওদের লকডাউন চলাকালে কিস্তিুর টাকা উত্তোলন না করতে নির্দেশনা থাকলেও কিছু এনজিও সরকারি নিয়ম না মেনে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকের কাছ থেকে কিস্তির টাকা আদায় করছেন। বর্তমানে মধ্যবিত্ত, ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকের আর্থিক অবস্থা খুবই খারাপ। এই মহামারীতে তাদের আয় নেই বললে চলে। ইতিপূর্বে ইউএনও সায়েদুল আরেফিন কিস্তির টাকা না নিতে একটি নির্দেশনা দিয়েছিলেন। কিস্তু বর্তমানে অনেকেই কিস্তির টাকা আদায়ে ব্যস্ত হয়ে পড়ায় এলাকার লোকজন দিশেহারা হয়ে পড়েছে। তাই উপজেলায় জোর কওে কিস্তি আদায় না করার জন্য এ স্মারকলিপি দেওয়া হ৷
এইসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি জনাব নুর হোসেন, যুন্গ সাধারণ সম্পাদক শফিউল আজম উপর প্রচার সম্পাদক মোঃ তারেক উপজেলা কৃষক লীগের সভাপতি মুহাম্মদ নুর হোসেন বলেন, ‘স্বেচ্ছায় যারা কিস্তির টাকা দেবে তাদের কাছ থেকে নিলে আমাদের কোন আপত্তি নাই। কিন্তু মাঠ পর্যায়ে এনজিওর কর্মকর্তাগণ বাড়িতে গিয়ে কিংবা ফোনে ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ না করার আহবান