May 4, 2024, 1:22 am

প্রধানমন্ত্রী এখন শুধু রুটিন কাজ করবে, সিদ্ধান্ত নেবে না: আইনমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Thursday, November 16, 2023
  • 94 Time View

শেখ আসাদুল্লাহ্ আহমেদ (আপন), ষ্টাফ রিপোর্টারঃ  আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘গতকাল বুধবার নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করেছে। এখন প্রধানমন্ত্রী শুধু রুটিন কাজ করবেন। কোনো নীতিগত সিদ্ধান্ত নেবেন না, আইন হবে না।’

আজ ১৬ নভেম্বর ২০২৩ রোজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

আনিসুল হক বলেন, ‘নির্বাচনকে প্রভাবিত করে এমন কোনো কাজ সরকার করবে না। শুধু রুটিন কাজ করা হবে।’

আইনমন্ত্রী আরো বলেন, প্রতিদিনের কার্যক্রম করবেন সরকারি কর্মকর্তারা। নতুন করে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না এবং নীতিগত পর্যায়ে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। আইন হবে না, কারণ সংসদ বসবে না। নতুন করে কোনো উন্নয়ন কাজের উদ্বোধনও করা হবে না।

মন্ত্রিপরিষদের আকার ছোট হবে কি না এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বিচার বিভাগ সুপ্রিম কোর্টের নির্দেশনায় চলবে। আইন মন্ত্রণালয়ের নির্দেশনায় চলবে না।

শেয়ার করুন
More News Of This Category

Dairy and pen distribution

ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102