December 21, 2024, 12:25 pm
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক: রুহুল কবির রিজভী উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণের ওপেন চ্যালেঞ্জঃ হাসনাত আবদুল্লাহ ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতদলের মধ্যে তিন ডাকাতের আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছি না: বদিউল আলম মজুমদার নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপিঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা মহান বিজয় দিবস উপলক্ষে “শংকর সামাজিক সংগঠন” কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা গাজীপুরে টঙ্গীর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি

পাবনায় ‘ক্লাবের দখল নিয়ে’ আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২৫

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Sunday, October 13, 2024
  • 29 Time View

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় একটি ক্লাবের নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশিরভাগই বিএনপির সমর্থক বলে জানা গেছে।

এ ঘটনায় রবিবার সকালে বিএনপির সমর্থক জামাল উদ্দিন বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা করেছেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে। সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৪ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন পুকুরপাড় গ্রামের নিরজাব আলী (৫০), সাহাদত হোসেন (৪৬), ছানোয়ার হোসেন (৩৮) ও আবদুল মালেক (৪৫)। এছাড়া, ১৪ জনকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে আছেন আবুল কালাম-১ (৪৫), আকরাম হোসেন (৪০), সাদ্দাম হোসেন (৩৬), আবুল কালাম-২ (৪৬) প্রমুখ। তবে আওয়ামী লীগের সমর্থকদের নাম জানা যায়নি, কারণ তারা ঘটনার পর থেকে পলাতক।

স্থানীয় সূত্র জানায়, পুকুরপাড় গ্রামে ‘উদয়ন সংঘ’ নামে একটি ক্লাব রয়েছে, যা আগে আওয়ামী লীগের উপদেষ্টা ফয়জুল ইসলামসহ কয়েকজনের নিয়ন্ত্রণে ছিল। আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপির সমর্থকরা ক্লাবটির নিয়ন্ত্রণ নেন। এরপর থেকে ক্লাবটির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে আওয়ামী লীগের সমর্থকরা জোরপূর্বক ক্লাবের চাবি নিয়ে নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়। গতকাল সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘ক্লাবের চাবি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102